Home


ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ

কমন সার্ভিস বিভাগ

ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরানবাজার, ঢাকা-১২১৫




নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০২.২০.১১৩০

তারিখঃ      ৮ বৈশাখ ১৪৩২

                 ২১-০৪-২০২৫

অফিস আদেশ

ঢাকা ওয়াসার নিম্নবর্ণিত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে স্থানান্তর/পরিবর্তনের মাধ্যমে বরাদ্দকৃত কোয়ার্টার এর বরাদ্দ আদেশ বাতিল করে পূর্বে বরাদ্দকৃত কোয়ার্টার এর বরাদ্দ আদেশ বহাল রাখা হলো ।

ক্রমিক
নং
আবেদনকারীর নাম,পদবী ও বিভাগ বরাদ্দ বাতিলকৃত কোয়ার্টার বরাদ্দ বহালকৃত কোয়ার্টার

1

মোঃ ইউসুফ আলী, 148, কমন সার্ভিস বিভাগ

মডস জোন ৩, ধানমন্ডি, ধানমন্ডি অফিসার্স কোয়ার্টার কম্পাউন্ড, অফিসার্স, ভরসা, 101

মডস জোন ৪, দুয়ারীপাড়া, দুয়ারীপাড়া কোয়ার্টার কম্পাউন্ড, অফিসার্স, শীতলক্ষ্যা, 202

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্যবস্থাপনা পরিচালকের এর অনুমোদনক্রমে।

 
২১-০৪-২০২৫
মোঃ আলমগীর হোসেন
উপ-সচিব,কমন সার্ভিস বিভাগ
ঢাকা ওয়াসা ।



নম্বরঃ ৪৬.০৫.০০০০.২০৩.৩৪.০০২.২০.১১৩০

তারিখঃ      ৮ বৈশাখ ১৪৩২

                 ২১-০৪-২০২৫





সদয় অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

০১) উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), এর দপ্তর. ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০২) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) এর দপ্তর. ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৩) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) এর দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৪) উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ড ডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ড ডি) এর দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৫) প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (পরিচলন ও রক্ষণাবেক্ষণ), ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৬) বাণিজ্যিক ব্যবস্থাপক, বাণিজ্যিক ব্যবস্থাপক, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৭) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন), ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৮) সচিব, সচিবের দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

০৯) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), একাউন্টস ডিপার্টমেন্ট, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১০) সিস্টেম এনলিস্ট (চলতি দায়িত্ব), এমআইএস এন্ড বিলিং বিভাগ, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১১) নির্বাহী প্রকৌশলী, সিভিল রক্ষণাবেক্ষণ বিভাগ, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১২) ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)

১৩) অফিস কপি।

 

২১-০৪-২০২৫
উপ-সচিব
কমন সার্ভিস
ঢাকা ওয়াসা ।